রাহবারে বায়তুশ শরফ শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ)

পূর্বোক্ত তিনজন আল্লাহর অলির রেখে যাওয়া পবিত্র আমানত এই বায়তুশ শরফের ৪র্থ পীর হিসেবে এ মহান দায়িত্বভার গ্রহণ করেছেন আল্লামা শাহ‌ আবদুল জব্বার (রহ.) এর সুযোগ্য পুত্র, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, শিক্ষক, গবেষক ও বহুগ্ৰন্থ প্রণেতা আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদ‌ভী (ম.জি.আ)। তিনি বায়তুশ শরফ আন‌জুমনে ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি হিসেবে পূর্ণোদ্যোমে এর বিকাশ-বিস্তৃতি, সুনাম ও সমৃদ্ধিতে নিজেকে সমর্পণ করেছেন। সুউচ্চ মর্যাদা ও শ্রদ্ধার আসনে আসীন পিতার মত তাঁর নেতৃত্বে এই বায়তুশ শরফ শুধু স্বদেশে নয়, বিশ্বময় ছড়িয়ে পড়বে এর খ্যাতি, উপকৃত হবে সর্বসাধারণ, এ আমাদের দৃঢ় বিশ্বাস।