বাহরুল উলুম হযরত শাহ মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন (রাহ.)
হযরত শাহ সূফী মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন ছাহেব (রহ.) এপ্রিল ১৯৯৮ হতে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সভাপতির পদে নিয়ােজিত হন। তাঁর গতিশীল নেতৃত্বে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ একটি ধর্মীয়, সামাজিক ও তামাদ্দুনিক আন্দোলনে পরিণত হয়। তিনি হুজুর কেবলা (রহ.) এর রেখে যাওয়া কর্মসূচিগুলাে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যান। তাঁর আমলে (২২ বছরে) সারা দেশে নতুন নতুন আরও অনেক মসজিদ, মাদরাসা, এতিমখানা ও হেফজখানা প্রতিষ্ঠিত হয়েছে। তিনিও শিক্ষা ও সমাজ কল্যাণমূলক কার্যক্রম, দুঃস্থ-মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে পরিণত বয়সে ২০শে মে ২০২০ ইং, পবিত্র শবে ক্বদরের দিন ইন্তেকাল করেন। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী তাঁকে তাঁর পীর মুর্শিদের পাশেই চিরসমাহিত করা হয়।