বায়তুশ শরফের মহান প্রতিষ্ঠাতা

কুতুবল আলম শাহ সূফী হযরত মাওলানা মীর মুহাম্মদ আখতর (রাহ.)

বায়তুশ শরফের মহান প্রতিষ্ঠাতা কুতুবুল আলম শাহ্ সূফী হযরত মাওলানা মীর মোহাম্মদ আখতর (রহ.) আল্লাহর বান্দাদের ঈমানী-রূহানী উৎকর্ষ সাধন এবং জাগতিক প্রয়ােজনে সাহায্য-সহায়তামূলক কাজ পরিচালনায় একটি নিয়মতান্ত্রিক সংগঠন কায়েমের প্রয়ােজন বিশেষভাবে অনুভব করেন। এ উদ্দেশ্যে ১৯৫২ সনের ২রা অক্টোবর আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ নামক সুপ্রসিদ্ধ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। আজকে দেশে বিদেশে প্রতিষ্ঠিত ও পরিচালিত শত শত মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, চক্ষু, পঙ্গু ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠাসহ নানামুখি ঈমানী-রুহানী মাহফিলের আয়ােজন ও সেবামূলক কর্মকাণ্ডসমূহের বাস্তবায়ন সেই মহান আধ্যাত্মিক সাধকের গভীর উপলব্ধির বাস্তব ফসল। তিনি ইন্তেকালের পূর্বেই পবিত্র কাবা শরীফের সম্মুখে খিলাফতের দায়িত্বভার তাঁর সুযােগ্য খলিফা হাদীয়ে যামান শাহ সুফী হযরত মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার- হুজুর কেবলা (রহ.)-এর উপর অর্পণ করেন।