চল্লিশ হাদীস ও চল্লিশ বাণী
সমস্ত প্রশংসা রাব্বুল আলামীনের জন্য যিনি আমাদেরকে ইসলামী অমূল্য ধনে ধনী করেছেন এবং প্রাণঢালা দরূদ ও সালাম সেই প্রিয় হাবীব হযরত মুহাম্মদ মুস্তফা (সা.) -এর প্রতি যিনি গোনাহগার উম্মতের মঙ্গলের জন্য সর্বাদা সচেষ্ট ছিলেন এবং কিয়ামতের দিন সুপারিশের আশ্বাস দিয়ে আমাদেরকে আশ্বস্ত করেছেন।
শিশু-কিশোরদের মন কচি ও নরম। জীবনের শুরুতে তাদের মনে যে দাগ কাটে, যে রেখাপাত হয় তা কখনো মুছে যায় না। কচি-কাঁচাদের পবিত্র মনভূমিতে ইসলামের আদর্শ ও জীবনের করণীয় এবং মানবতাবোধের বীজ বপন করা হলে তা সময়ে ফুলে ফলে সুশোভিত হবে ইসলামের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং মুসলিম সমাজ সমৃদ্ধ হবে, হবে সুগঠিত।
মুসলিম শিশু-কিশোরদের চরিত্র গঠনে শিক্ষিত সমাজে, বিশেষ করে প্রত্যেক পিতা-মাতার সচেষ্ট থাকা বিশেষ প্রয়োজন। এ বিষয়ে আমাদের প্রত্যেকের চিন্তাভাবনা করা পবিত্র দায়িত্ব। এই পবিত্র দায়িত্ব পালনের উদ্দেশ্যে আমাদের হাতে অর্পিত অমূল্য আমানত শিশুকিশোর ছাত্র-ছাত্রীদের সুন্দর ও আদর্শ জীবন গঠনের সহায়ক ‘চল্লিশ হাদীস ও চল্লিশ বাণী’ সংকলিত হল, যাতে করে ছাত্র-ছাত্রীরা হাদীস ও বুযুর্গানে দীনের মূল্যবান বাণীসমূহ মুখস্থ করে রাখতে এবং বুঝতে পারে।
এই ‘চল্লিশ হাদীস ও চল্লিশ বাণী’ জীবন-চলার পথে মূল্যবান পাথেয় হবে এবং সুন্দর জীবন গঠনে সহায়ক হবে বলে আমার বিশ্বাস। মাদরাসা ও স্কুলে এই পুস্তিকাটি ছাত্র-ছাত্রীদের অতিরিক্ত পাঠ্য-পুস্তক হিসেবে মনোনীত হলে ইসলামী জিন্দেগির পথ সুগম হবে বলে আশা রাখি। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ রইল।
হাদীস সংরক্ষণ ও প্রচার করা প্রত্যেক মুমিনের পবিত্র কর্তব্য। সাথে সাথে উম্মতে মুহাম্মদী (সা.) হতে আল্লাহ তা’আলার বিশেষ রহমত ও দয়ার দ্বারা নির্বাচিত নায়েবে রাসূলদের, ওলামায়ে হক্কানী ও আলেমে রাব্বানী এবং জাহেরী বাতেনী জ্ঞানে-জ্ঞানীর একটি বাণী যেন অমূল্য রত্ন। এতে যেন বিন্দুর মধ্যে সিন্ধুর গভীরতার সন্ধান মিলে।
আল্লাহ আমাদের সবাইকে এই রত্ন সংগ্রহ এবং সে অনুসারে জীবন গঠনের তাওফীক দান করুন। আমীন।