মহাগ্রন্থ আল কুরআন সর্বশ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মুজেযা। মানবজীবনে ইসলামি শাসনব্যবস্থার যথাযথ বাস্তবায়নের মধ্যেই মানবতার প্রকৃত মুক্তি ও সার্বিক কল্যাণ রয়েছে।
যুবকরা হচ্ছে প্রতিটি জাতির উন্নতি ও অগ্রগতির সোপান, জাতির মূল্যবান সম্পদ এবং দেশ গড়ার শ্রেষ্ঠ অবলম্বন। আমার মহান পিতা হাদীয়ে যামান আল্লামা শাহ আবদুল জব্বার (রাহ.) নৈতিক চরিত্র গঠনের পাশাপাশি স্বেচ্ছাসেবী মনোভাবাপন্ন যুব সমাজ তৈরীর লক্ষেই আনজুমনে নওজোয়ান প্রতিষ্ঠা করেছিলেন।
নবী করিম (সা:) এর পথ অনুসরণ করে সব শিরক ও বেদাত পরিহার করে মুমিন মুসলমানদের আল্লাহর নৈকট্য লাভের জন্য ইবাদত করতে হবে। আল্লাহ ও তাঁর রাসূলের (সা:) পথ অনুসরণ না করায় যুগে যুগে গজবসহ বিভিন্ন দুর্যোগ সৃষ্টি হয়েছে।
বায়তুশ শরফ শুধু মসজিদভিত্তিক একটি আধ্যাত্মিক প্রতিষ্ঠান নয়, ধর্মীয় শিক্ষাদান, জ্ঞান-বিজ্ঞানের অনুশীলন এবং মানবতার কল্যাণে নিবেদিত একটি বহুমাত্রিক প্রতিষ্ঠান।