আত্নার পরিশুদ্ধির জন্য আল্লাহর যিকির উত্তম পন্থা। প্রতি বৃহস্পতিবার কেন্দ্রীয় বায়তুশ শরফে যিকিরে শরীক হবেন। আল্লাহর ইচ্ছায়, ত্বরীকতপন্থীদের সহযোগিতায়, যাকেরীনদের অতন্দ্র প্রহরায় বায়তুশ শরফের প্রতিষ্ঠানসমূহ কিয়ামত পর্যন্ত চালু থাকবে, ইনশাআল্লাহ।