Majlisul Ulama Bangladesh


مجلس العلماء بنغلاديش

মজলিসুল উলামা বাংলাদেশ

(প্রচলিত রাজনীতিবিমুখ একটি ইসলামী ঐক্যপ্রয়াসী সেবামূলক সংগঠন)


প্রতিষ্ঠাতা: হাদীয়ে যামান শায়খ আল্লামা শাহ মুহাম্মদ আবদুল জব্বার (রহ.) 

প্রতিষ্ঠাকাল: ২৮ নভেম্বর ১৯৯৬ ঈসায়ী


সংক্ষিপ্ত পরিচিতি


বিসমিল্লাহির রাহমানির রাহীম


আল্লাহ তা'আলা মানুষকে প্রতিনিধির দায়িত্ব দিয়ে মর্যাদাবান করে সৃষ্টি করেছেন। মানুষ যখনই পথভ্রষ্ট হয়েছে তখনই আল্লাহ তা'আলা হেদায়তের বাণী দিয়ে নবী বা রাসূল পাঠিয়েছেন। হযরত মুহাম্মদ (সা:) সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসূল এবং তাঁর পর আর কোনাে নবী বা রাসূল আসবেন না। স্বাভাবিকভাবে ওলামায়ে কেরামই রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুকরণে আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করবেন। বর্তমান বিশ্বে মুসলমান পথভ্রষ্ট হয়ে অধঃপতনের দিকে ধাবিত হচ্ছে। সর্বত্র অবিচার ও অশান্তির স্রোতধারা বয়ে চলেছে। মনুষ্যত্ব লােপ পাওয়ায় মানুষে মানুষে হানাহানি, হিংসা-বিদ্বেষ, অসাম্য ও দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। অতীব দুঃখজনক হলেও সত্য যে, বিশ্বব্যাপী নির্যাতিত মানবতার অধিকাংশই মুসলমান।


এ অবস্থায় ওলামায়ে কেরামকেই সেবামূলক কাজের মাধ্যমে মানুষের মধ্যে মনুষ্যত্বের চেতনা জাগ্রত করা এবং শান্তিপূর্ণ পন্থায় নির্যাতিত মুসলিম উম্মাহর দ্বীন ও ঈমানি অধিকার আদায় ও সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।


এ উপলদ্ধি থেকে জনদরদি, আর্ত-মানবতার সেবায় নিয়ােজিত ও ইসলামী উম্মাহর কল্যাণ সাধনে নিজের সর্বশক্তি ব্যয়ে সদা প্রস্তুত হাদীয়ে যামান হযরত মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার (রহ.) (মরহুম পীর সাহেব, বায়তুশ শরফ)-এর উদ্যোগে ২৮ নভেম্বর ১৯৯৬ ও ২০ জানুয়ারি ১৯৯৭ বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় সর্বস্তরের ওলামা-মাশায়েখের সম্মেলনে তাঁদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে মজলিসুল উলামা বাংলাদেশ নামে প্রচলিত রাজনীতিবিমুখ একটি সংগঠনের ঘােষণা দেন।


সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য নিমে সন্নিবেশিত হল 


১. দ্বীন ও ঈমানের স্বার্থে ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করা।

২. সমাজের দরিদ্র, দুঃখী ও অভাবগ্রস্থ জনগণের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।

৩. দেশের ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফের দরুণ যে দূরত্ব সৃষ্টি হয়েছে পরস্পর বসে তা কমানাের চেষ্টা করা।

৪. ইসলাম ও জাতির স্বার্থে প্রয়ােজনে اتحاد مع الاختلاف  কায়েম করা।


এ সংগঠন কোনাে রাজনৈতিক দলের সাথে সম্পর্ক রাখবে না বা অঙ্গসংগঠন হিসেবে কাজ করবে না । অবশ্যই সম্পূর্ণ প্রচলিত রাজনীতিবিমুখ একটি সংগঠন হিসেবে সরকারি-বেসরকারি সকল শ্রেণির লােকের নিকট হেদায়েতের বাণী পৌঁছে দেওয়ার সক্রিয় ভূমিকা পালনে সচেষ্ট থেকে আর্ত-মানবতার সেবা ও ইসলামী ঐক্য প্রয়াসে নিজস্ব সংবিধান মােতাবেক পরিচালিত হবে। এ সংগঠনের কার্যক্রম প্রথমে বাংলাদেশে এবং পরবর্তীতে বহির্বিশ্বে সম্প্রসারিত করার প্রয়াস চালানাে হবে। 


আসুন! আমরা সকল ওলামায়ে কেরাম সর্বপ্রকার মতপার্থক্যের উর্ধ্বে থেকে একই মঞ্চে অবস্থান নিয়ে মানবসেবায় আত্মনিয়ােগ করে ঈমানি দায়িত্ব পালনের মাধ্যমে একটি সুখী, শান্তি, সুন্দর ও সাবলীল সমাজ গড়ে তুলি। আল্লাহ আমাদের তাওফীক দিন। আমীন।