বিসমিল্লাহির রাহমানির রাহীম
আগামী ২৬ ও ২৭ জানুয়ারি ২০২৪ ইংরেজী (জুমাবার ও শনিবার) আল্লাহ তা’য়ালার অসীম রহমতে প্রতি বছরের ন্যায় এ বছরও হযরত বড় পীর ছাহেব (রাহ.) ও আমাদের হযরত কেবলা (রাহ.,) শ্রদ্ধেয় হুজুর কেবলা (রাহ.), শ্রদ্ধেয় পীর সাহেব (রাহ.), শ্রদ্ধেয়া আম্মাজান এবং এ দরবারের সকল জান্নাতবাসী আলেম-উলামা, অলি-কুতুব এবং তরিকতপন্থী সকল পরলােকগত ভাইদের পবিত্র মাহফিলে ইছালে ছাওয়াব চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার আখতরাবাদ (কুমিরাঘোনা) বায়তুশ শরফ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে ইনশা'আল্লাহ।
সকলকে এই পবিত্র মাহফিলে স্ব-বান্ধব শরীক হওয়ার জন্যে দ্বীনি দাওয়াত রইলো।